প্রশাসন ও প্রটোকল শাখা
- সিটি কর্পোরেশনের মেয়র/প্রধান নিবাহী কমকতার পক্ষে প্রাপ্ত সকল ডাক গ্রহণ,পত্র রেজিষ্ট্রিকরণ, বিতরণ ও প্রয়োজনবোধে সংরক্ষণ।
- সিটি কর্পোরেশনের মাসিক ও বিশেষ সভার নোটিশ ইস্যু, সংরক্ষণ এবং কাযবিবরণী প্রস্তুত ও বিতরণ।
- শাখার অধীনস্থ সকল কমচারীর ছুটি মঞ্জুরের ব্যবস্থা করা।
- সকল কমকতা-কমচারীদের ব্যক্তিগত নথি বিভাগীয় প্রধানের নিকট প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য উপস্থাপন করা।
- কমচারীদের নিয়োগ, পদোন্নতি,বদলী অবসর গ্রহণ ইত্যাদি সংক্রান্ত নথি যথাসময়ে উধ্বতন কতৃপক্ষের নিকট উপস্থাপন এবং সংরক্ষণ করা।
- শাখার কমচারীদের হাজিরা তদারকি এবং হাজিরা বহি সংরক্ষণ।
- উধ্বতন কতৃপক্ষ কতৃক পৌরসভা পরিদশন কাজে সহায়তা করা।
- সিটি কর্পোরেশনের সকল কমকতা-কমচারীদের রেকডসমূহ, ব্যক্তিগত নথি সংরক্ষণ করা।
- সিটি কর্পোরেশনের সম্পদ রক্ষনাবেক্ষণের লক্ষে কেয়ারটেকারের দায়িত্ব পালন করা।
- সিটি কর্পোরেশনের আসবাবপত্র সহ অন্যন্য সম্পদের রেজিষ্ট্রার সংরক্ষণ
- সালিশ কাযক্রম পরিচালনা করা।
- অফিসের জন্য প্রয়োজনীয় মনোহরী ক্রয় ও বণ্টনের ব্যবস্থা গ্রহণ এবং কতুপক্ষকে অবহিত করা ।
- সিটি কর্পোরেশনেরযাবতীয় মালামাল, আসবাবপত্র ও সরঞ্জাম সংরক্ষণ ও স্টোরের সমস্ত রেকডপত্র কোড অনুসারে বণানুক্রমিক শ্রেণিবিন্যাস করে রাখা এবং স্টোরে যথাযথভাবে সংরক্ষণে দায়বদ্ধতা।
ক্র নং |
সেবার ধরন ও নাম |
সেবা প্রদান পদ্ধতি | অন লাইনে সেবা প্রদানের কার্যক্রমের অগ্রগতি |
১ | রংপুর সিটি কর্পোরেশনের সকল প্রশাসনিক কার্যক্রম, তদারকি,নিয়ন্ত্রণ আদেশ সহ সকল প্রকার প্রশাসনিক সেবা প্রদান করা হয়। | প্রক্রিয়াধীন | |
২ | সিটিজেন চার্টার এর আওতায় সকল প্রকার গৃহীত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে সেবা প্রদান। | প্রক্রিয়াধীন | |
৩ | শালিস বিচারের মাধ্যমে বিরোধ নিস্পত্তি | আবেদনের মাধ্যমে | প্রক্রিয়াধীন |
৪ | হাট বাজার গনশৌচাগার,ফেরীঘাট ইত্যাদি ইজারা প্রদানের মাধ্যমে রক্ষণাবেক্ষণ ও জনসাধারণের (উপকার ভোগীদের আর্থিক অসুবিধা প্রদান | টেন্ডারের মাধ্যমে | প্রক্রিয়াধীন |
৫ | ওয়ার্ড কার্যালয়ের মাধ্যমে জন্ম-মুত্যু নিবন্ধন কার্যক্রমের সহায়তা প্রদান | আবেদনের মাধ্যমে | ১০০% |
৬ | (ক) বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ÿতিগ্রস্থদের মাঝে সরকারী বরাদ্দ প্রাপ্ত জি আর চাল প্রদানের মাধ্যমে সেবা প্রদান।
(খ) বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন- দূর্গাপূজা, বড়দিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকুলে জি আর চাল এর ডিও প্রদান |
জেলা প্রশাসকের বরাদ্দের প্রেÿÿতে | প্রক্রিয়াধীন |
৭ | মেধাবী ছাত্র ছাত্রী, গুনিজন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা গ্রহণ। | প্রক্রিয়াধীন | |
৮ | ২১টি শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাসত্মবায়ন | প্রক্রিয়াধীন | |
৯ | বিভিন্ন দিবস উপলক্ষে শুভেচ্ছা কার্ড প্রেরণ | প্রক্রিয়াধীন | |
১০ | সিটি কর্পোরেশনের বিভিন্ন তথ্য জনসাধারণকে সরাসরি ও গণমাধ্যমের মাধ্যমে অবহিত করা। | প্রক্রিয়াধীন | |
১১ | লিপলেট, মাইকিংয়ের মাধ্যমে গুরম্নত্বপূর্ণ তথ্য জনসাধারণকে অবহিত করা। | প্রক্রিয়াধীন | |
১২ | গণমাধ্যম ও অন্যান্য ভাবে প্রকাশিত জনগণের চাহিদার বিষয়গুলো রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে অবহিত করা। | প্রক্রিয়াধীন | |
১৩ | শিক্ষা প্রতিষ্ঠানসহ শির্থীদের আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা। | প্রক্রিয়াধীন | |
১৪ | সাংস্কৃতিক সংগঠন ও কর্মীদের আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা। | নাই | |
১৫ | চিকলি পার্ক সৌন্দর্য্যবর্ধন পূর্বক নগরবাসীকে বিনোদনের ব্যবস্থা করা। | প্রক্রিয়াধীন | |
১৬ | বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষ্যে মহান আল্লাহ তালার নিকট দোয়া মাহফিলের ব্যবস্থা করা। | — | |
১৭ | আইসিটি কার্যক্রম ও ওয়াইফাই সুবিধা প্রদানের মাধ্যমে মহানগরবাসীকে সেবা প্রদান। | প্রক্রিয়াধীন | |
১৮ | গোরস্থান, শ্মশানঘাট, পার্ক বিনোদনকেন্দ্রে, স্বাস্থ্য কেন্দ্রে এ্যাসফাল্ট পস্ন্যান্ট, সকল প্রশাসনিক কার্যক্রম সহ নগর ভবন এবং রাসিকের অর্ন্তগত সকল স্থাপনা সিটি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে জনগনের জানমাল রক্ষা করার মাধ্যমে সেবা প্রদান। | প্রক্রিয়াধীন |